বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

মীরের সঙ্গে সময় কাটাতে চান স্বস্তিকা

ওপার বাংলার জনপ্রিয় উপস্থাপক ও তারকা ব্যক্তিত্ব মীর আফসার আলীর সঙ্গে সময় কাটাতে চান স্বস্তিকা মুখার্জি। নানা কসরতে ব্যায়াম করার বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এমন ইচ্ছা প্রকাশ করেন এই অভিনেত্রী।
মূল ঘটনা হলো—নতুন করে জিমে ভর্তি হয়েছেন স্বস্তিকা মুখার্জি। তাও আবার মীর যে জিমে নিয়মিত ঘাম ঝরান, সেখানেই। ভর্তি হয়েই নায়িকা প্রচুর ঘাম ঝরিয়েছেন। তারই কিছু ছবি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। কী কী শরীরচর্চা করেছেন তারও তালিকা দিয়েছেন স্বস্তিকা। ছবি বলছে, স্বস্তিকা ‘স্টেপ আপস’, ‘বার্ড ডগস’ করেছেন। আর ক্যাপশনে লিখেছেন—‘মীর ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে। চলো একসঙ্গে সময় কাটাই।’ অনেক দিন ধরে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মীর-স্বস্তিকাকে নিয়ে ফিসফাস চলছে। এ বিষয়ে প্রশ্ন করলে দু’জনেই বন্ধুত্বের কথা বলেন। নায়িকার জিমে যাওয়ার নেপথ্যে কেবল মীর নন, আরো কারণ রয়েছে। অর্জুন দত্তের পরবর্তী সিনেমা ‘শ্রীমতী’-তে আটপৌরে গৃহবধূর চরিত্রে দেখা যাবে তাকে। চিত্রনাট্য অনুযায়ী শরীর প্রস্তুত করতে তার জিমে যাওয়া।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: