ঈদের বিশেষ নাটকে অভিনয় করেছেন তৌসিফ ও তানজিন তিশা। নাটকে আসিফ ও প্রীতি চরিত্রে দেখা যাবে তাদের। এরই মধ্যে শেষ হয়েছে নাটকটির চিত্রায়ণ।
তৌসিফ-তিশা অভিনীত নতুন এ নাটকের নাম ‘ওয়েডিং ডায়েরি’। স্নেহাশীষ ঘোষের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
গল্পে দেখা যাবে, আসিফ বিদেশ থেকে পড়াশোনা করে মাত্র দেশের মাটিতে পা রাখল। বিমানবন্দর থেকে বাবার সঙ্গে বাসার গেটে আসতেই বাজতে শুরু করলো ব্যান্ড পার্টি! রীতিমতো ঘাবড়ে গেল আসিফ। তবে কি তার অজান্তেই বিয়ের পাত্রী আর আয়োজন সব ঠিক করে রেখেছে তার পরিবার! আজই কি বিয়ে?
তাহলে পাত্রী কে? তার উত্তর পাওয়া যাবে নাটকে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা রিংকু জানান, নাটকটির শুরুটা ব্যান্ড পার্টি দিয়ে হলেও গল্পের গভীরতা অনেক। কারণ, এই গল্পের নায়ক আসিফের পাত্রী হিসেবে যুক্ত হয় স্বাধীনচেতা দেশপ্রেমী প্রীতি। যে এখনই বিয়ের জন্য প্রস্তুত নন এবং করলেও দেশ ছাড়তে নারাজ। যদিও গল্পের শেষটাতে থাকছে অন্যরকম চমক আর ভেতরটাতে নানা পারিবারিক জটিলতা।
সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েয়ে ‘ওয়েডিং ডায়েরি’। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ওয়েডিং ডায়েরি’ উন্মুক্ত হবে আসছে ঈদুল আজহায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
বুধবার, ২৯ জুন, ২০২২
Author: Nilshir
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.



0 coment rios: